ফেনী: ফেনীর সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৪০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদরের পশ্চিম ছাড়াইত কান্দি গ্রামের মুন্সি সারেং বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোশাররফ হোসেনের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মোশাররফের বসত ও রান্না ঘর, শাহজাহান ফিরোজের বসত ও রান্না ঘর এবং সিরাজুল ইসলাম মিলনের বসত ও রান্না ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।
সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন এবং স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ অর্থ সহায়তা দিয়েছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এসব তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমজেড