লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে নুরুজ্জামান মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত নুরুজ্জামান আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী মাস্টার পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন আকতার বাংলানিউজকে জানান, আদিতমারীর মাদক সম্রাট বাদশার প্রধান সহযোগী নুরুজ্জামান উপজেলার কাচারি মোড়ে গাঁজা বিক্রি করছেন - এমন সংবাদের ভিত্তিতে আদিতমারীর ইউএনও জহুরুল ইসলাম থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালান।
এ সময় কাচারি মোড়ে গাঁজা সেবন অবস্থায় নুরুজ্জামানকে আটক করা হয়। পরে, তার দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুজ্জামানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন ইউএনও জহুরুল ইসলাম।
আদিতমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান সরকার বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্ত নুরুজ্জামানকে রাতেই লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমজেড