সিলেট: বাউল সাধক শাহ আবদুল করিম রাজনীতি সচেতন গণমানুষের কবি ছিলেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, তার গানে মানুষের মুক্তির কথা ও অসাম্প্রদায়িক চেতনার কথা বারবার উঠে এসেছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে বাউল শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আয়োজিত তিন দিনব্যাপী এ অনুষ্ঠান বুধবার শুরু হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, মৃত্যুর কয়েকদিন আগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তার সঙ্গে কথা হয়। সেই সভায় আবদুল করিম আমার হাত ধরে ছিলেন। এটাই তার কাছ থেকে আমার পরম পাওয়া।
তিনি বলেন, বাউল শাহ আবদুল করিম ছিলেন উচ্চমানের দার্শনিক। তার দর্শন অবলীলায় জনসম্মুখে তুলে ধরেছেন তিনি।
অর্থমন্ত্রী আরও বলেন, মাত্র সাত দিন পাঠশালায় গিয়েছিলেন শাহ আবদুল করিম। তার সমস্ত লেখা পড়া সাত দিনের। এরপর ভাল না লাগায় বিদ্যালয় ছেড়ে দেন। তবে এই সাত দিনের পড়া লেখায় জানিনা কী জ্ঞান আহরণ করেছিলেন তিনি। তার কবিতা-গান সাত কর্ম প্রভাতের বলে মনে হয় না। তিনি মানুষের গীতিকবি।
বিশেষ অতিথির বক্তব্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, শাহ আবদুল করিম কেবল রাজনীতি সচেতন ছিলেন না, রাজনৈতিকভাবে সক্রিয়ও ছিলেন। তার গানে কেবল সুর নয়, রয়েছে কথার গভীরতা। গানের মধ্য দিয়েই তাকে আবিস্কার করতে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং অন্তরে ধারণ করতে হবে।
উৎসব কমিটির আহ্বায়ক ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুলতানা কামাল, জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুস, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব শিল্পী জামাল উদ্দিন হাসান বান্না।
আলোচনা পর্বের শুরুতে শত শিল্পীর কণ্ঠে করিমের গান পরিবেশনের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। আলোচনা পর্ব শেষে আবদুল করিমের গান পরিবেশন করেন শিল্পীরা।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনইউ/এমজেড