নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি কাভার্ডভ্যান থেকে ৫৮ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৫০০ টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁও উপজেলার নয়াবাড়ি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১১ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান এসব তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ওহিদুর রহমানের ছেলে ওলি অহমেদ (৩৮) ও একই জেলার বালুয়াচর এলাকার আবদুল জলিল (৫৫)।
আনোয়ার লতিফ খান জানান, বুধবার দুপুর সোয়া ২টার দিকে সোনারগাঁওয়ের মেট্রো সিএনজি স্টেশনের সামনে তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৫৮ হাজার ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমজেড