ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: দেশের প্রয়োজন ও সমস্যা চিহ্নিত করে উন্নয়নের লক্ষ্যে জনমত গঠনে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট প্রেসক্লাবের ফ্যামিলি নাইট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।



সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দিয়ে আরও সমৃদ্ধ করেছেন সিলেটে সফররত ব্রিটিশ এমপি ও লেবার পার্টির সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও সমৃদ্ধ হতে সাহায্য করে। তিনি সিলেটের সাংবাদিকদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করারও আহ্বান জানান।

সিলেটের সাহসী সাংবাদিকদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, তখনকার সম্পাদক ও প্রকাশক মকবুল হোসেন, হাসান শাহরিয়ার ও আব্দুল মতিনসহ আরও কয়েকজন সাংবাদিক অত্যন্ত সাহসিকতার সাংবাদিকতা করেছেন।

সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও তারা সফলতার স্বাক্ষর রেখেছেন। এদের জন্য আজকের সাংবাদিকরা গর্ববোধ করতে পারেন। অর্থমন্ত্রী নিজেও এজন্য গর্ববোধ করেন বলে উল্লেখ করেন।

সিলেট প্রেসক্লাব অভিষেক কমিটি ২০১৬ এর আহ্বায়ক ও সাবেক প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশের চেয়ারম্যান হাওয়ার্ড ডবার, ব্রিটিশ এমপি স্টিফেন স্টিমস, জন রিড প্রমুখ।

অভিষেক অনুষ্ঠানের প্রথম দিকে নবনির্বাচিতদের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়া প্রেসক্লাবের সহসভাপতি আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ইকরামুল কবির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সিলেট সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি কালের কণ্ঠের ব্যুরো প্রধান আহমেদ নূর।

সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ নোমান ও গীতা পাঠ করেন সহ-সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী।

এর আগে সিলেট প্রেসক্লাবের অভিষেক স্মারকের মোড়ক উন্মোচন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে ভাষা আন্দোলনে অবদানের জন্য অর্থমন্ত্রীর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আহাদের তত্ত্বাবধানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬     
এএএন/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।