চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চর এলাকা থেকে অজ্ঞাত-পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকায় এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম জানান খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমজেড