ঢাকা: রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় দু’টি হারবাল সেন্টার ও একটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১ এর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালকের পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ইমেইল বার্তায় উল্লেখ করা হয়, বুধবার মহাখালী ও বনানী এলাকায় বিভিন্ন হারবাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভিআইপি হারবাল এবং কনসালটেশন সেন্টারকে ২ লাখ টাকা, ইন্ডিয়া হারবাল চেম্বারকে ৪ লাখ এবং আল ফালাহ মেডিকম ক্লিনিক প্রাইভেট লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক এ টি এম গোলাম কিবরিয়া খান, স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তার এ এইচ এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
এমজেড