ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

৩ লাখ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
৩ লাখ মিটার মাছ ধরার নিষিদ্ধ জাল জব্দ ফাইল ফটো

ঢাকা: দেশের বিভিন্ন নদী থেকে প্রায় ৩ লাখ মিটার মাছ ধরার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-পরিচালক কমান্ডার (বিএন) এ কে এম মারুফ হাসান বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, ১৭ ফেব্রুয়ারি (বুধবার) দিনে ও রাতের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন নদীতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৯৯ হাজার ৩শ’ মিটার মাছ ধরার বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান কমান্ডার মারুফ।

জব্দকৃত জালের মধ্যে রয়েছে কারেন্ট জাল, বেহেন্দী জাল, সিমফ্রাই জাল, চরঘেরা জাল এবং মশারি জাল।

জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএইচএফ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।