ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়া পৌরসভা নির্বাচন

আ’লীগে আলমগীর, বিএনপিতে হায়দার, বিদ্রোহী সাঈদী

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আ’লীগে আলমগীর, বিএনপিতে হায়দার, বিদ্রোহী সাঈদী নুরুল ইসলাম হায়দার, আলমগীর চৌধুরী ও ফজলুল করিম সাঈদী

কক্সবাজার: চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে।   তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একজন নিজেকে নাগরিক কমিটির প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন।



সূত্র জানায়, নির্বাচনে বিএনপির টিকেট পেয়েছেন বর্তমান মেয়র ও চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার। অন্যদিকে নৌকা প্রতীকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলমগীর চৌধুরী।  

কক্সবাজার জেলা আ’লীগ মনোনয়ন বোর্ড পাঠানো ৫জনের তালিকা থেকে আলমগীর চৌধুরীকে নৌকা প্রতীকে একক মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করে আ’লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

এ বিষয়ে চকরিয়া উপজেলা আ’লীগের সভাপতি জাফর আহম্মদ বাংলানিউজকে জানান, আলমগীর চৌধুরীকে জয়যুক্ত করতে চকরিয়া আওয়ামী পরিবার একজোট হয়ে কাজ করবে।
 
এদিকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কক্সবাজার ট্রাক মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি ফজলুল করিম সাঈদী নাগরিক কমিটির ব্যানারে মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

দলীয় মনোয়ন নিতে অনেক চেষ্টা-তদবির করেও ব্যর্থ হয়ে অবশেষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মনোনয়নপত্র সংগ্রহ করে নিজের প্রার্থীতা ঘোষণা দেন সাঈদী।

তবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা বাংলানিউজকে বলেন, আ’লীগের কোন নেতা কিংবা কর্মীর স্বতন্ত্র কিংবা অন্য কোন ব্যানারে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, ১৭ ফেব্রুয়ারি পযর্ন্ত মেয়র পদে ৫জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৭জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জনসহ মোট ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।