ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় অপহৃত যুবক উদ্ধার, অপহরণকারী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শৈলকুপায় অপহৃত যুবক উদ্ধার, অপহরণকারী গুলিবিদ্ধ

ঝিনাইদহ: অপহরণের সাতদিন পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা ইটভাটার কাছে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২৪) নামে এক যুবককে থেকে উদ্ধার করেছে পুলিশ।

এসময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আশরাফুল ইসলাম বিশ্বাস (৩৫) নামে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছেন।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে হরিহরা ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান উদ্ধার করে পুলিশ। অপহরণকারী আশরাফুলের বাড়ি শৈলকুপার নলখোলা গ্রামে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম বাংলানিউজকে জানান, ১০ ফেব্রুয়ারি জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে অপহরণ করা হয়। এরপর মোবাইল ফোনের মাধ্যমে আরিফুলের পরিবারের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। বিষয়টি শৈলকুপা থানা পুলিশকে জানালে তারা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে আরিফুলকে উদ্ধার ও অপহরণকারী আশরাফুলকে আটক করে থানায় আনার পথে হরিহরা ইটভাটার কাছে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় আশরাফুল গুলিবিদ্ধ হন। একপর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ আশরাফুলকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে হয়।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।