ঢাকা: রাজধানীর মিরপুরের শাহ আলী থানার এফ ব্লক নয় নম্বর রোডে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই হয়েছে। এ সময় এলাকাবাসী প্রতিরোধের চেষ্টা করলে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের গুলিতে আহত পথচারী আল আমীনকে (৩০) প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কত টাকা ছিনতাই হয়েছে তা জানা সম্ভব না হলেও ধারণা করা হচ্ছে ৫-৬ লাখ টাকা ছিনতাই হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এজেডএস/আরআই