ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন ২৭ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন ২৭ ফেব্রুয়ারি

কক্সবাজার: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। বুধবার রাতে নির্বাচন কমিশনার এডভোকেট এম শাহাজাহান এ তফসিল ঘোষণা করেন।



তফসিল অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেল চূড়ান্ত হয়েছে।

আ’লীগ সমর্থিত প্যানেল থেকে প্রবীণ আইনজীবী জিপি মো. ইসহাককে সভাপতি এবং আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আ জ ম মঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে আওয়ামী সমর্থিত প্যানেল।

এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি ১ ও ২ পদে এডভোকেট বদিউল আলম সিকদার, এডভোকেট মো. জাকারিয়া, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এ কে ফজলুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট শুভেন্দু বিকাশ সাহা, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মো. আবুল হোসেন, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শামসুল হক। সদস্য পদে এডভোকেট পীযুষ কান্তি চৌধুরী, এডভোকেট আমজাদ হোসেন, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এডভোকেট ইকবালুর রশিদ আমিন, এডভোকেট ফাহিমা আক্তার, এডভোকেট এ কে এম এরশাদ উল্লাহ, এডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরুজ, এডভোকেট মো. রাশেদ নেওয়াজ এবং এডভোকেট রফিকুল আলম।

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্যানেলও চূড়ান্ত করেছে আইনজীবীরা। জামায়াত নেতা এডভোকেট আবুল কালাম ছিদ্দিকীকে সভাপতি ও এডভোকেট তৌহিদুল আনোয়ারকে সাধারণ সম্পাদক করে এ প্যানেল চূড়ান্ত করা হয়।

প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন সহ-সভাপতি (১) ও (২) পদে এডভোকেট এস এম নূরুল ইসলাম ও এডভোকেট ইব্রাহিম খলিল, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট ছলিমুল মোস্তফা, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট এ কে ফিরুজ আহমদ। পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মিজানুর রহমান রাশেদ, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট নূরুল হুদা ইমন, সদস্য পদে যথাক্রমে এডভোকেট সাব্বির আহমদ, এডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, এডভোকেট ফিরোজ আহমেদ, এডভোকেট এ কে এম ইলিয়াছ, এডভোকেট আবু তাহের (২), এডভোকেট আবু হুরাইরা, এডভোকেট সরওয়ার আলম এবং এডভোকেট ইমাম হোসেন।

এবার জেলা আইনজীবী সমিতির ৫৫২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।