ফরিদপুর: বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ভারতের কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন ৬ যুবক।
চন্দন বিশ্বাসের নেতৃত্বে ‘টাচ অব হ্যাভেন’ নামক সংগঠনের পরিচালনায় অক্ষরযাত্রা নামের ওই দলে রয়েছেন অঙ্গুর বর্মণ, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ও রেনসডেল ম্যানুয়েল (দৌঁড়ে)।
বৃহস্পতিবার (১৮ ফ্রেব্রুয়ারি) সকাল ৯টায় তারা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে তারা মানিকগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হন।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান কলেজ ক্যাম্পাসে তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উভয় উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারত থেকে আসা ওই যুবকদের দলনেতা চন্দন বিশ্বাস বাংলানিউজকে বলেন, বাংলা ভাষার প্রতিটি অক্ষরকে শ্রদ্ধা জানাতে চাই। তাই এ যাত্রার নাম দিয়েছি অক্ষরযাত্রা। বাংলাভাষার প্রতিটি অক্ষর দুই বাংলার বাঙালিকে এক বাক্যে বেধে রেখেছে।
সুব্রত চ্যাটার্জি বলেন, বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই যাত্রা। ভাষাসৈনিক ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমাদের কাছেও অনেক ভালো লাগছে। ২১ ফেব্রুয়ারি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের এ যাত্রা পূর্ণতা পাবে।
অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে ভারত থেকে বাইসাইকেলযোগে পাঁচজন এবং একজন দৌঁড়ে ঢাকায় যাচ্ছেন, এটা সত্যিই গর্বের একটি বিষয়। যারা বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষা অর্জন করেছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
গত ১৪ ফেব্রুয়ারি ৫ জন বাইসাইকেলে ও একজন দৌঁড়ে কলকাতা প্রেসক্লাব থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা ১৫ ফেব্রুয়ারি যশোর, ১৬ ফেব্রুয়ারি মাগুরা ও ১৭ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরে এসে পৌঁছান। প্রতিটি জেলায় তারা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা ও এক মিনিট নীরবতা পালন করেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরকেবি/এএসআর