খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালতলা এলাকা থেকে আল ফালাহ ট্রেডিং কর্পোরেশনের ঠিকাদারের সহযোগীসহ দু’জনকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
অপহৃতরা হলেন- আল ফালাহ ট্রেডিং কর্পোরেশনের ঠিকাদার সাইফুদ্দিন শাহিন গাজী (৩৫) ও ম্যানেজার মো. রুহুল আমিন (৫০)। তারা দু’জন পিরোজপুরের বাসিন্দা।
১৪ ফেব্রুয়ারি অপহরণ করা হলেও অপহৃত পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হয়। গোপনে অপহৃত ব্যক্তির পরিবার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গোপনে মধ্যস্থতার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে অপহরণের খবর জানাজানি হয়। কারা তাদের অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। তবে অভিযোগের তীর এমএন লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দিকে।
এদিকে জনসংহতি সমিতির সহ তথ্য প্রচার সম্পাদক প্রশান্ত চাকমাসহ কয়েকজন নেতাকে মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।
ঠিকাদারী প্রতিষ্ঠান আল ফালাহ ট্রেডিং কর্পোরেশনের সত্বাধিকারি নাছির মল্লিক বাংলানিউজকে জানান, এলজিইডির আওতায় পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক নির্মাণ কাজের জন্য স্থানীয় পাহাড়িরা চাঁদা দাবি করেন। দাবি মোতাবেক ইতোমধ্যে তাদের একটি মোবাইল ফোন দেওয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারি তাদের সঙ্গে চাঁদার বিষয়ে আলাপ করার কথা ছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি (রোববার) সকালে ঠিকাদার ও ম্যানেজারকে পানছড়ির তালতলা এলাকা থেকে অপহরণ করা হয়। একদিন পর অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি আরো জানান, ইতোমধ্যে অপহরণকারীদের সঙ্গে বেশ কয়েকবার কথা হয়েছে। তারা এখন ৫০ লাখ টাকার পরিবর্তে ৩০ লাখ টাকা দাবি করছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তাই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ