আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়া বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার দোসাইদ ও পলাশবাড়ি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় আশুলিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়ার নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এসময় প্রায় কয়েক’শ ফুঁট অবৈধ গ্যাস পাইপ লাইন বিছিন্ন করে মাটির নিচ থেকে উঠানো হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়া জানান, অভিযানে এই এলাকার অবৈধ গ্যাস সংযোগের কয়েক’শ ফুঁট পাইপ জব্দ করা হয়। তবে আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আশুলিয়া থানায় অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৬
বিএস/