ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘জানুয়ারি মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা কার্যক্রমের প্রদর্শনী ও রিকভারি সম্মেলন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দেশে এখন  প্রায় সাড়ে পাঁচ লাখ শিশু  মাদকাসক্ত জানিয়ে টিপু মুনশি বলেন, মাদকের বিরুদ্ধে দেশের সবাইকে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে হবে। যুদ্ধ ঘোষণা না করতে পারলে আগামীর প্রজন্ম নেশাগ্রস্ত হয়ে পড়বে। যেকোনো মূল্যে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, এই পেশাকে একটি চাকরি হিসেবে নেওয়া যাবে না। আলাদা মিশন হিসেবে নিতে হবে। আলাদা দৃষ্টিভঙ্গির সঙ্গে এ কাজকে মানবিক দায়িত্ব হিসেবে নিতে হবে।

টিপু মুনশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। সামনে দেশটা তোমাদের। তোমাদের বন্ধু বান্ধবীরা যেন মাদক না গ্রহণ না করেন, সেজন্য তাদের বলতে হবে।

তিনি ‍আরও বলেন, মাদকের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তা আরও বাড়াতে হবে। দেশের সবাইকে এ লড়াইয়ে সম্পৃক্ত করে দেশকে মাদকমুক্ত করতে হবে। আমাদের সন্তানরা যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য তাদের মাদক থেকে দূরে রাখতে হবে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব  মো. সোহরাব হোসাইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাখাল চন্দ্র বর্মণ, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমআইকে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।