কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজারে সবজি বিক্রি করতে এসে ট্রাকের চাপায় নূর মোহাম্মদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর মোহাম্মদ উপজেলার ভারেল্লা ইউনিয়নের মজলিসপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে নিমসার এলাকার সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, সকালে সবজি বিক্রি করতে নিমসার বাজারে আসার সময় রাস্তা পার হচ্ছিল নূর মোহাম্মদ। এসময় দ্রুতগতির একটি ট্রাক নূর মোহাম্মদকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই