গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের কুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে তার মৃত্যুর খবর গোপালগঞ্জে ছড়িয়ে পড়লে নিহতের সমর্থকেরা সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইন মোড়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে অবরোধ তুলে দেয়।
পরে সাইদুর রহমানের সমর্থকরা এবং প্রতিপক্ষ বুলবুল ইসলাম গ্রুপ ফকিরকান্দি এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুরও করা হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে এবং রেবা বেগম (৬৫) নামে এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ এলাকায় অতিরিক্ত পুলিশ ও ৠাব মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী জানান, কয়েক বছর ধরে বাস শ্রমিক ইউনিয়নের কর্তৃত্ব নিয়ে সাইদুর রহমান বাসু গ্রুপ ও বুলবুল ইসলাম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত চলে আসছিল। এর আগে একাধিকবার দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সম্প্রতি গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থন নিয়ে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব জোরালো হয়। তিন/চার দিন আগে পরাজিত কাউন্সিলর মোস্তাক আহম্মেদ (বাসু সমর্থক) ও বিজয়ী কাউন্সিলর আলিমুজ্জামান বিটুর (বুলবুল সমর্থক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে সদর থানায় সালিশ মিমাংসা হয়।
পুলিশের ধারণা, বিষয়টি পুলিশের সামনে মিমাংসা হলেও তা তারা মেনে নিতে পারেনি। আর তাই এ ঘটনার জের ধরেই বাসুর উপর হামলার ঘটনা ঘটে।
তাছাড়া এ গ্রুপের মধ্যে বাস শ্রমিক ইউনিয়নের কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব তো রয়েছেই। আগামী দুই মাসের মধ্যে জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দলীয় সমর্থকদের ধরে রাখতে দুই গ্রুপই মরিয়া হয়ে উঠেছিল। এসব ঘটনার জেরেই বাসুর উপর বর্বোরোচিত হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসীর ধারণা, এ নিয়ে আরো সহিংস ঘটনা ঘটতে পারে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলি খান, পৌর মেয়র কাজী লেয়াকত আলি লিকু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, গ্রেফতার আতঙ্কে ফকিরকান্দি এলাকা পুরুষ শূন্য হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ