ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পবায় শিশু নির্যাতন

আরও তিন আসামির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরও তিন আসামির জামিন

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় আরো ৩ আসামি জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালতের বিচারক একরামুল কবীর তাদের জামিন মঞ্জুর করেন।

 

মামলায় ১৩ আসামির মধ্যে আটজন আদালত থেকে জামিন পান।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, শিশু নির্যাতন মামলার আসামি অনিককে বুধবার রাত ১২টার দিকে পবা উপজেলার দুয়ারি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে বৃহস্পতিবার তিনি জামিনে বের হয়ে আসেন।

আদলত সূত্রে জানা গেছে, শিশু নির্যাতন মামলার আসামি আব্দুর রাজ্জাক, পলাশ  ও অনিক বৃহস্পতিবার সকালে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল আদালত-১ এ আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।

মামলায় ১৩ আসামির মধ্যে ৮ জন জামিনে ছাড়া পেলেও বাকীরা এখনও পলাতক রয়েছেন।

এদিকে, শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার সকালে পবার দুয়ারি এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন।

নির্যাতিত শিশু জাহিদ ও ইমন এখনো পবা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। তাদের শারীরিক অবস্থা এখন ভালো এবং যে কোনো সময় তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তবে তার আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে তাদের শারীরিক পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন পবা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার রিজাউল হক চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।