খুলনা: এবার শান্তিপূর্ণ ও সবার কাছে গ্রহণযোগ্য মডেল নির্বাচন উপহার দেওয়া হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ উপলক্ষে বিভাগীয় প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার বলেন, কমিশনের মূল কাজ আইন ও বিধি মোতাবেক নির্বাচন করা। সবার সহযোগিতায় যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সক্ষম। বিশ্বের অন্য দেশের নির্বাচন কমিশনের সক্ষমতার চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা কোনো অংশে কম নয়।
দলীয়ভাবে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো নতুন ব্যবস্থাকে সহজভাবে গ্রহণ করতে হবে। প্রমাণ করতে হবে এটি খারাপ ব্যবস্থা নয়। দলীয় নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি আরও বলেন, প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মানা, নির্বাচন কমিশন, কর্মকর্তা ও ভোটারদের প্রতি আস্থা রাখতে হবে। আচরণবিধি মেনে চললে নির্বাচনে কোনো ধরনের সহিংসতা হবে না।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্ব সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান, খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি।
এছাড়া বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা বিভাগের আওতাধীন জেলা নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমআরএম/আরইউ/এএ