লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে এক ট্রাক জাটকাসহ আটক দু’জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার এ জরিমানা করেন।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-ভোলা সদর উপজেলার রাজাপুর গ্রামের মোফাজ্জল মিয়ার ছেলে নুরুল ইসলাম ও নওগাঁ জেলার আবদুস সামাদের ছেলে খোকন। তাদের মধ্যে একজন ট্রাক চালক, অপরজন নৌকার মাঝি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইদুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দিনগত রাত ১টার দিকে মেঘনা নদী থেকে ধরা এক ট্রাক জাটকা (৪০ মণ) ঢাকায় নেওয়ার প্রস্ততি চলছিল। খবর পেয়ে পুলিশ সাহেবেরহাট রাস্তার মাথা থেকে জাটকাগুলো জব্দ করে। এসময় জাটকা ব্যবসায়ী ও জেলেসহ সংশ্লিষ্ট সবাই পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে নৌকার মাঝি ও ট্রাকচালককে আটক করা হয়।
ওসি আরো জানান, সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা অপরাধ স্বীকার করলে তাদের ১৫ হাজার টাকা জরামানা করেন বিচারক। জব্দ করা জাটকা কমলনগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই