গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, দুপুরে সাপমারা এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত একটি ভবনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। তার পরনে কালো জ্যাকেট ও ছেঁড়া প্যান্ট ছিলো। এছাড়া তার হাত ও বুকে পোড়া চিহ্ন ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে তার পরিচয় কেউ জানাতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএটি/এসআই