ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মহেশপুরে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
মহেশপুরে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় মিলেছে

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরের সেজিয়া গ্রামের গম খেত থেকে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় মিয়েছে।

নিহত ব্যক্তির নাম আকিমুল ইসলাম (২২)।

তিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই উপজেলার গোপালপুর গ্রামের আনু মোল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ হন আকিমুল। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।

পরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সেজিয়া গ্রামের গম খেতে আকিমুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।
 
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিপ্লব বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে আকিমুলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে গম খেতে ফেলে রেখে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ

** মহেশপুরে ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।