ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
হাতিয়ায় বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা মডেল একাডেমির একটি স্কুল বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওছখালী-জাহাজমারা প্রধান সড়কের কাজী বাজারের কমলা দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলো, সুমি (১০), শুভা (৭), তৃষা (২০),  নিশা (১০), ইসরাত জাহান (১০),  প্রেমা (৯), সানজিদা (১০), রিয়াদ (১০), আরজু (১৯) ইতি (১২), মুক্তা (১৫), সুমি (১১), নিহান (৯), রাসেল (৬), তারেকসহ (৭) ২০ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, জাহাজমারা মডেল স্কুলের বার্ষিক বনভোজন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে একটি বাসে করে বৃহস্পতিবার সকালে কাজীর বাজারের উদ্দেশ্যে রওনা দেয় স্কুল কর্তৃপক্ষ। কাজীর বাজারের কাছাকাছি কমলার দিঘিপাড় এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়।

জাহাজমারা মডেল একাডেমির পরিচালক সাইফুল মাওলা তছলিম ও অধ্যক্ষ সমীর উদ্দিন বাবু বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে আরজু ও রাসেলের অবস্থা আশঙ্কাজনক।

হাতিয়া থানার পরিদর্শক তদন্ত জাকির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।