বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশের সময় ১৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বেনাপোলের সাদিপুর ও গাতিপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-খুলনার ইকরামুলের ছেলে ইজবার আলী (২৮), পাবনার আয়নালের ছেলে আরিফুল ইসলাম (১৮), মাদারীপুরের ইলিয়াস (৫০), খলিলের ছেলে হাবিব (১৯), মালেকের ছেলে রফিক (২৩), আবদুল জলিলের ছেলে শাহিন (১৬), তিলচান সিকদারের ছেলে উদিশ সিকদার (৪৮), পটুয়াখালির তাপস ভূঁইয়া (২৯), তার স্ত্রী সাবিত্রী (২০), মেয়ে তাপসি (৫), মুন্সিগঞ্জের আবুলের ছেলে রাজিব (৩৮), মিজানের ছেলে ইসমাইল (৩৫) ও ইসমাইলের স্ত্রী আরিফা (২০)।
জানা যায়, ওই ১৩ নারী-পুরুষ বিভিন্ন প্রয়োজনে দালালের মাধ্যমে সাদিপুর ও গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে ১১-সি ধারায় মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই