ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে এসিড সহিংসতা প্রতিরোধে কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
সিরাজগঞ্জে এসিড সহিংসতা প্রতিরোধে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এসিড সহিংসতা প্রতিরোধে জেলা পর্যায়ে গণমাধ্যম কর্মীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শহরের মুজিব সড়ক এলাকায় নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্তোরাঁর কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।



এ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন। এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও মানবমুক্তি সংস্থা আয়োজিত এ কর্মশালাটি সঞ্চালনা করেন মানবমুক্তি সংস্থার সহকারী ফাইন্যান্স ম্যানেজার রফিকুল ইসলাম সোহেল।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, বাবু ইসলাম, আমিনুল ইসলাম খান রানা, হারুন-অর রশিদ খান হাসান, ফেরদৌস রবিন, হেলাল আহম্মেদ, এসিড আক্রান্ত নারী আয়েশা আক্তার শীলা ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের মিডিয়া কো-অর্ডিনেটর এ কে আজাদ প্রমুখ।  

বক্তারা বলেন, ১৯৯৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ১৬৬টি এসিড সন্ত্রাসের ঘটনায় আক্রান্ত হয়েছে ১৯৩ জন। এর মধ্যে শাহজাদপুর, বেলকুচি ও সদর উপজেলায় সর্বাধিক এসিড সহিংসতার ঘটনা ঘটেছে। বর্তমানে এসিড সন্ত্রাস অনেকটা হ্রাস পেয়েছে। এ সময় বক্তারা এসিড সহিংসতা রোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।