ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ৩টি চা বাগানে কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
শ্রীমঙ্গলে ৩টি চা বাগানে কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ফিনলে চা কোম্পানির ফুলছড়া, কালিঘাট ও লাখাইছড়া চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।



বাগান ব্যবস্থাপনার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে এ কর্মবিরতি বলে শ্রমিকরা জানিয়েছেন।

দুপুরে বাগানে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা প্রধান সড়কের একপাশে দাঁড়িয়ে এ ধর্মঘটে অংশ নিয়েছেন। ছোট ছোট ব্যানার নিয়ে প্রায় তিন শতাধিক শ্রমিক এতে অংশ নেন।

ফুলছড়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জগবন্ধু রায় বাংলানিউজকে বলেন, মালিকপক্ষের সঙ্গে চুক্তির শর্ত হিসেবে কথা ছিলো অস্থায়ী শ্রমিকদের স্থায়ী শ্রমিকের সমপরিমাণ মজুরি দেওয়া হবে। কিন্তু চুক্তি বাস্তবায়িত হলেও আমাদের অস্থায়ী শ্রমিকদের স্থায়ী শ্রমিকের সমপরিমাণ মজুরি না দেওয়ার ফলে আমরা এ ধর্মঘট পালন করছি।

তিনি আরও বলেন, স্থায়ী শ্রমিকদের দৈনিক মজুরি ৮৫ টাকা ও অস্থায়ী শ্রমিকদের মজুরি ৫৫ টাকা। এই চা বাগানে প্রায় সাড়ে চারশো স্থায়ী শ্রমিক রয়েছেন ও প্রায় তিনশোজন অস্থায়ী শ্রমিক।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বাচাশ্রই) সাংগঠনিক সম্পাদক ও শ্রমিকনেতা বিজয় হাজরা বাংলানিউজকে বলেন, ফুলছড়া চা বাগানের মতো কালিঘাট ও লাখাইছড়া চা বাগানেও অস্থায়ী শ্রমিকদের চুক্তি মোতাবেক মজুরি না দেওয়ার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট পালিত হয়। এছাড়াও ফিনলের অন্য বাগানেও শ্রমিকদের প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।

চুক্তিমোতাবেক দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে শিগগিরই কঠোর আন্দোলনে নামবেন বলে জানান এ শ্রমিক নেতা।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘন্টা; ১৮ ফেব্রুয়ারি ২০১৬
বিবিবি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।