ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে জনকণ্ঠের সম্পাদক-নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
মৌলভীবাজারে জনকণ্ঠের সম্পাদক-নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার: মৌলভীবাজারে দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ( ১৮ ফেব্রয়ারি) সকালে ১ নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাহাউদ্দিন কাজীর আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী।



আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ মার্চ তাদের আদালতে হাজির হওয়ার সমন জারি করেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট চাঁদ মুরাড়ী সিংহ বাংলানিউজকে জানান, গত ৪/২/ ২০১৬ ইং তারিখে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় উপ-সম্পাদকীয় কলামে অবসরের পর রায় লেখা এজেন্ডা খালেদা ব্যবস্তবায়নের দায় এখন নতুন কাঁধে- এ কথা লিখায় প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়। এ কারণে মামলাটি দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।