কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে পুলিশের ওপর হামলা ও দোকান-পাট ভাঙচুর মামলায় উপজেলা আ’লীগের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার চিফ জুডিসিয়াল ৮নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরীর আদালতে আসামিরা জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
১০ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার রহিমপুর গ্রামের মৃত. রহমান মিয়ার ছেলে আশরাফ ও কিসমত চৌকিদারের ছেলে মুসা।
কুমিল্লা কোর্টের পুলিশের উপ-পরিদর্শক বাদল আহমেদ বাংলানিউজকে জানান, পুলিশের ওপর হামলা মামলায় ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি এলাকায় আধিপত্য বিস্তার ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধে মুরাদনগরে আ’লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মাঝে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণে ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে ৫ জন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি