গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি পেটায় রহিমা (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে তার বড় ভাই জাহিদুল (১৭)।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিমা।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে হাতুড়ি পেটা করা হয় তাদের। হতাহতরা রামপুর গ্রামের মেনাজ উদ্দিনের ছেলে-মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বসত ভিটার ১০ শতাংশ জমি নিয়ে মেনাজ উদ্দিনের সঙ্গে দুলু মিয়ার ছেলে সবুজ গংদের বিরোধ রয়েছে। সকালে সবুজ লোকজন নিয়ে ওই জমিতে ঘর তোলার চেষ্টা করলে জাহিদুল ও রহিমা বাধা দেয়। এসময় প্রতিপক্ষের লোকজন দুই ভাই-বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রহিমার মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য পরে জাহিদুলকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই