ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭

ঝিনাইদহ: ঝিনাইদহের সদর উপজেলায় চোখে টর্চ লাইট মারাকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ফুরসন্দি ইউনিয়নের জিতড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জিতড় গ্রামের বাদল মণ্ডল (৪৪), সুবাস মণ্ডল (৪১), শ্রীপদ মণ্ডলের ছেলে অচিন্ত মণ্ডল (৩৯), নিখিল মণ্ডলের ছেলে নিধির মণ্ডল (৩৫), কংশরায় মণ্ডলের ছেলে চঞ্চল মণ্ডল (৩৯) ও বিদ্যুৎ মণ্ডলের (২৬) নাম জানা গেছে।

স্থানীয়রা জানায়, বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ওই গ্রামের আবুল বিশ্বাসের চোখে টর্চলাইট মারেন সুমন মিয়া। এ নিয়ে আবুল বিশ্বাস ও সুমন মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এরই জের ধরে সকালে দুই দল গ্রামবাসী লাঠি-সোটাসহ ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।