ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয়(৩২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে মেঘনা নদীর তীর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাদ বাংলানিউজকে জানান, নদী তীরে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকার পাশাপাশি হাত-পা বাঁধা ছিল বলেও জানান ওসি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি/