ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় নৌকা ডুবিতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
মেঘনায় নৌকা ডুবিতে জেলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে নৌকা ডুবে রুবেল মিয়া (১৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার সাদেকপুর গ্রামের মো. মাঈন উদ্দিন মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বাংলানিউজকে জানান, সকালে নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যান রুবেল। এ সময় তার নৌকাটি হঠাৎ ডুবে যায়। এলাকার লোকজন তাকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কেন নৌকাটি ডুবে যায় তার কারণ উৎঘাটন করা যায়নি। ধারণা করা হচ্ছে, রুবেলের নৌকার পাশ দিয়ে যাওয়া কোনো কার্গোর ধাক্কা কিংবা পানির ঢেউয়ের তোড়ে জেলে নৌকাটি ডুবে যায়। এতে রুবেলের মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় মামলা করেনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।