ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বস্তার নিচে চাপা পড়ে আহত শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বস্তার নিচে চাপা পড়ে আহত শ্রমিকের মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের বটতলি ট্রাক টার্মিনাল এলাকায় বস্তার নিচে চাপা পড়ে আহত শ্রমিক জুয়েল (৩৬) মারা গেছেন।

জুয়েল চেহেলগাজী ইউনিয়নের গোপালপুর গ্রামের লক্ষন রায়ের ছেলে।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক)  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান  বাংলানিউজকে জানান, বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ট্রাক টার্মিনালে মালামাল নামাতে গিয়ে জুয়েল নামে এক শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক)  হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান।

এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।