নড়াইল: নড়াইলে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি ও রাষ্টদ্রোহ মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া আমলী আদালতে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম অহিদুর রহমান মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক হারুন অর রশিদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাক্ষেপে লোহাগড়া থানার ওসিকে ১৬ মার্চের মধ্যে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, সম্পাদক মাহফুজ আনাম এক/এগার সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন।
এতে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি হয়। এ কারণে ১০০ কোটি টাকার মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ