ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

২ জেলায় নিরাপদ অভিবাসন ও মানবপাচার বিরোধী কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
২ জেলায় নিরাপদ অভিবাসন ও মানবপাচার বিরোধী কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: সিরাজগঞ্জ ও জয়পুরহাটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ৭০ জনের বেশি উদ্যোক্তাকে নিয়ে নিরাপদ অভিবাসন ও মানবপাচার বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধ ও বৃহস্পতিবার (১৭ ও ১৮ ফেব্রুয়ারি)  দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশের ১০ জেলায় মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতে রিলিফ বাংলাদেশ (আরআই) ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) তিন বছর ধরে কাজ করে যাচ্ছে।

‘নিরাপদ অভিবাসন ও সুরক্ষার মাধ্যমে মানবপাচার প্রতিরোধ’ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ করছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট অফিস এ প্রকল্পে মনিটর ও অর্থায়ন করছে।

প্রশিক্ষণ কর্মশালায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলাম বলেন, মানবপাচার একটি সংগঠিত অপরাধ। এটি বাংলাদেশি সম্ভাব্য অভিবাসীদের নিরাপদ অভিবাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা প্রায়ই মানবপাচারের সঙ্গে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক সিন্ডিকেটের কবলে পড়ে থাকেন। ‘ডিজিটাল বাংলাদেশ’র সুবিধা ব্যবহার করে আমরা এই প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের গ্রামাঞ্চলে কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এই প্রশিক্ষণ কার্যক্রমে নিরাপদ অভিবাসনে সরকার অনুমোদিত নিয়োগ পদ্ধতি ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আগামী তিন বছর রাজশাহী, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, যশোর, সাতক্ষীরা ও কক্সবাজারে এ প্রকল্পের আওতায় কাজ করা হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।