ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অপহৃত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ঢাকায় বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অপহৃত

ঢাকা: রাজধানীর মহাখালী থেকে মফিজুল ইসলাম নামে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের এক নাগরিক অপহৃত হয়েছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) মহাখালী ফ্লাইওভার থেকে সাদা রংয়ের মাইক্রোবাসে আসা দুর্বৃত্তরা তাকে উঠিয়ে নিয়ে যায়।



এ বিষয়ে মফিজুলের ভাগনে আবুল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেছেন। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১৮) বিকেলে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বাংলানিউজকে এ কথা জানান।

তিনি বলেন, মফিজুল নিজের গাড়িতে চড়ে যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারের ওপর একটি সাদা রংয়ের মাইক্রোবাস ব্যারিকেড দিয়ে তার গতিরোধ করে। এরপর সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ওইদিনই গাড়ির ড্রাইভার ইমরান আলী কাফরুল থানায় এসে অভিযোগ করেন। এরপর রাতে মফিজুলের ভাগনে আবুল হোসেন থানায় এসে অজ্ঞাত ৬-৭ জনের নামে মামলা দায়ের করেন। মামলা নম্বর-৩২।

শিকদার মোহাম্মদ শামীম বলেন, আমরা তাকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

মামলার অভিযোগে বলা হয়, মতিঝিল থেকে বারিধারা যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভারের ওপরে মোটর সাইকেল ও একটি সাদা রংয়ের মাইক্রোবাস দিয়ে মফিজুলের গাড়ির গতিরোধ করে চার দুর্বৃত্ত। এ সময় গাড়িচালককে মারধর করে তারা। পরে মফিজুলকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

যুক্তরাষ্ট্রে ব্যবসা করেন মফিজুল ইসলাম। গত ২২ জানুয়ারি তিনি বাংলাদেশে আসেন। বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় থাকছিলেন এ আমেরিকান।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এনএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।