ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের অক্ষরযাত্রার দল মানিকগঞ্জে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ভারতের অক্ষরযাত্রার দল মানিকগঞ্জে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: বাংলা ভাষাকে সম্মান জানাতে প্রতিবেশী দেশ ভারত থেকে বাইসাইকেল ও দৌড়ে আসা অক্ষরযাত্রার দল এখন মানিকগঞ্জে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তারা মানিকগঞ্জ শহরে এসে পৌঁছান।



অক্ষরযাত্রার এ দলটি ২১ ফেব্রুয়ারি (মাতৃভাষা দিবস) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবেন।

এ যাত্রার দলনেতা চন্দন বিশ্বাস বাংলানিউজকে জানান, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই তারা পাঁচজন বাইসাইকেল চালিয়ে ও একজন দৌড়ে বাংলাদেশে এসেছেন। মানিকগঞ্জে রাত্রী যাপন করে শুক্রবার সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।