মানিকগঞ্জ: বাংলা ভাষাকে সম্মান জানাতে প্রতিবেশী দেশ ভারত থেকে বাইসাইকেল ও দৌড়ে আসা অক্ষরযাত্রার দল এখন মানিকগঞ্জে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তারা মানিকগঞ্জ শহরে এসে পৌঁছান।
অক্ষরযাত্রার এ দলটি ২১ ফেব্রুয়ারি (মাতৃভাষা দিবস) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানাবেন।
এ যাত্রার দলনেতা চন্দন বিশ্বাস বাংলানিউজকে জানান, বাংলা ভাষার প্রতি সম্মান জানাতেই তারা পাঁচজন বাইসাইকেল চালিয়ে ও একজন দৌড়ে বাংলাদেশে এসেছেন। মানিকগঞ্জে রাত্রী যাপন করে শুক্রবার সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ/