চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর এলাকায় ভটভটি উল্টে চামেলী খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চামেলী খাতুন জেলার দামুড়হুদা উপজেলার রামনগর-কলাবাড়ী গ্রামের শামীম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে জাফরপুর এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন চামেলী। পথে ভালাইপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন চামেলী। এ অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসআই