ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান

ঢাকা: পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে তারিক আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি সুহরাব হোসেনের স্থলাভিষিক্ত হবেন।



তারিক আহসান বিসিএস নবম ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। তিনি বর্তমানে শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মজীবনে তারিক আহসান নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর (আইও) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।

তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা করেছেন।

তিনি নিউইয়র্ক ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ের জনক।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।