ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘প্রতিটি শিল্পকারখানায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘প্রতিটি শিল্পকারখানায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ করতে হবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: পরিবেশ রক্ষায় প্রতিটি শিল্পকারখানায় ইটিপি প্ল্যান্ট নির্মাণ করতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম।

তিনি বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

কিন্তু দেশে যে হারে কৃষি জমি দখল হয়ে যাচ্ছে, তাতে হয়তো একদিন খাদ্যাভাব দেখা দিতে পারে। তাই এখন থেকে ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিতের পরিকল্পনা করতে হবে।
 
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ের অধীন ‘জাতীয় ভূমি জোনিং’ শীর্ষক প্রকল্প বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় মেছবাহ উল আলম আরো বলেন, পরিবেশ রক্ষায় সবার সহযোগিতায় ‘জাতীয় ভূমি জোনিং’ প্রকল্প বাস্তবায়ন করা হবে। কর্মশালায় যেসব মতামত পাওয়া গেছে সেগুলো আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ‘জাতীয় ভূমি জোনিং’ প্রকল্পের পরিচালক মো. কফিল উদ্দিন, স্থানীয় সরকার (নারায়ণগঞ্জ) উপপরিচালক মো. ইসরাত হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম নজরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্বাস উদ্দিন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহিন সুলতানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।