ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলা মাহফুজ আনাম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির (৫০০ ও ৫০১ ধারায়) মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা বিজয় কৃষ্ণ মল্লিক মামলাটি দায়ের করেন।



আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহম্মেদ মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ মাহফুজ আনামকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ওয়ান ইলেভেনের সময় ডেইলি স্টার পত্রিকায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা-বানোয়াট, বিভ্রান্তিমূলক ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়। এ কারণে শেখ হাসিনা দীর্ঘ সময় কারাভোগ করেন। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাসহ বাদীর মানহানি হয়। এ কারণে নূন্যতম ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী লিটন দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।