যশোর: সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েরা স্বর্ণজয় করায় দেশবাসীর পাশাপাশি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনন্দিত হয়েছেন। তিনি আমাদের পরিবারের বাসস্থানসহ সব দায়িত্ব নিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে যশোর সার্কিট হাউসে নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে মাহফুজা এসব কথা বলেন।
মাহফুজা বলেন, আমাকে নিয়ে দেশবাসীর আনন্দ দেখে আমি মুগ্ধ। আমি নওয়াপাড়া কিংবা যশোরের মেয়ে নই, আমি বাংলাদেশের মেয়ে। ভবিষ্যতে আরও ভালো কিছু অর্জনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
এ সময় যশোরবাসীর ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় আপ্লুত হয় সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী যশোরের মেয়ে শিলা। দুপুরে যশোরের মাটিতে পা রাখতেই বিভিন্ন শ্রেণিপেশার হাজারও মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি।
দুপুর ১টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ডে এসে পৌঁছান মাহফুজা শিলা। এ সময় তিনি উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা মাহফুজাকে অভ্যর্থনা জানিয়ে সার্কিট হাউজে নিয়ে যান। বিকেলে যশোরের বসুন্দিয়া থেকে নওয়াপাড়া পর্যন্ত মোটর শোভাযাত্রার মাধ্যমে শিলাকে বরণ করে তার এলাকাবাসী।
স্বর্ণজয়ী আদরের ধন মেয়ে মাহফুজাকে বরণ করতে আগেই এসেছিলেন দরিদ্র বাবা নওয়াপাড়ার আলী আহম্মদ গাজী ও মা করিমন নেছা। স্বর্ণ জয়ের পরে এই প্রথমবারের মতো দেখা পেয়ে মেয়ে শিলাকে জড়িয়ে আবেগে আপ্লুত হন বাবা-মা। এ সময় উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তারা মাহফুজার গর্বিত বাবা-মা’কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন- যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর, পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ হাসান, জেলা প্রশাসকের স্ত্রী জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লাসহ প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে যশোরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, শিলার গ্রামের বাড়িটি নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও ইতোমধ্যে তার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ৫ম শ্রেণিতে পড়ুয়া শিলার ছোট বোনের পড়াশোনার দায়িত্ব নিচ্ছে সরকার। এছাড়াও তাদের পরিবারের স্বচ্ছলতা আনার জন্য সবকিছুই সরকার করবে।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিলাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে গোটা এলাকায় এখন সাজ সাজ রব। চারদিকে শিলার ছবিতে তৈরি পোস্টার-ব্যানার দিয়ে সাজানো হয়েছে বর্ণিল সাজে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি/
** জলকন্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ
** ‘এতো সম্মান এইনে দেবে স্বপ্নেও ভাবতি পারিনি’
** এই পুকুরে সাঁতার কেটেই স্বর্ণজয় জলকন্যার
** মাবিয়া ও শিলার পাশে প্রধানমন্ত্রী