ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জের ট্রাকের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
চাঁপাইনবাবগঞ্জের ট্রাকের ধাক্কায় নিহত ১

চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আমনুরায় ট্রাকের ধাক্কায় মঈনউদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক চালক নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ব্যাইলক্যাপাড়া গোরস্থান এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ভ্যান চালক মইনুদ্দিন গুরুতর আহত হয়। স্থানীয়রা  দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) হাফিজ বাংলানিউজকে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক ঝিলিম ইউনিয়নের আমনুরা গোরস্থান সংলগ্ন এলাকায় পুকুরে পড়ে যায়। এসময় ধাক্কা লেগে মইনুদ্দিন নামে এক ভ্যানচালক মারা যায়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।