রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুই শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর দাখিল মাদ্রসার শিক্ষক আজিজুল হক, বহরমপুর মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মাসুদ রানা ও মাহফুজ।
রাজশাহীর দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল হাসান জানান, দুর্গাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার সময় বহিষ্কারের এ ঘটনা ঘটে।
তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৫নং রুমে নকলের সাহায্যে পরীক্ষা দিতে সহযোগিতা করায় দুই কক্ষ পরিদর্শক (শিক্ষক) ও পরীক্ষার্থীসহ চারজনকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/এসএস