ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে দুই শিক্ষকসহ বহিষ্কার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
দুর্গাপুরে দুই শিক্ষকসহ বহিষ্কার ৪

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুই শিক্ষকসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার রঘুনাথপুর দাখিল মাদ্রসার শিক্ষক আজিজুল হক, বহরমপুর মাদ্রাসার শিক্ষক আবুল কালাম আজাদ, রঘুনাথপুর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মাসুদ রানা ও মাহফুজ।



রাজশাহীর দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল হাসান জানান, দুর্গাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষার সময় বহিষ্কারের এ ঘটনা ঘটে।

তিনি বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের ৫নং রুমে নকলের সাহায্যে পরীক্ষা দিতে সহযোগিতা করায় দুই কক্ষ পরিদর্শক (শিক্ষক) ও পরীক্ষার্থীসহ চারজনকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।