ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও সৃদৃঢ় হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও সৃদৃঢ় হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড় : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আজকের এই বাংলাবান্ধা  ইমিগ্রেশন চালুর বিষয়টি ইতিহাস হয়ে থাকবে এবং বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব আরও সৃদৃঢ় হবে। বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট চালুর ফলে দুই দেশের মানুষের মধ্যে সর্ম্পক জোরদার হবে।

ব্যবসা বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন সহ পর্যটনের ক্ষেত্রে অভাবনীয় বিকাশ ঘটবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে দুই দেশের সম্পর্কে যে সেতু বন্ধন তৈরি হয়েছে তা বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট  উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার আমাদের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিল তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সু সম্পর্কের কারণে ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। ছিটবাসীরা আজ তাদের দেশ পেয়েছে এবং তারা প্রাণখুলে নিঃশ্বাস নিচ্ছে। শেখ হাসিনা যতদিন থাকবে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) বিজয় কুমার সিং তার বক্তব্যে বলেন, ফুলবাড়ি বাংলাবান্ধা ইমিগ্রেশন চালুর ফলে দুই দেশেই শিক্ষা,স্বাস্থ্য, ব্যবসা, পর্যটন সহ সব বিষয়ে যোগাযোগ বৃদ্ধি পাবে। সম্পর্ক আরও উন্নত হবে। দুই দেশের উন্নয়নের স্বার্থে আমাদের একযোগ কাজ করতে হবে।

তিনি আরও বলেন,আমি একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তাই মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খাঁন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, ভারতের দার্জিলিংয়ের সংসদ সদস্য  সুরিন্দর সিং আলুয়ালিয়া, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মিউসিপাল এ্যাফেয়ারর্স মিনিস্টার ফিরহাত হাকিম ও ডেভলোপমেন্ট  ডিপার্টম্যান্ট মিনিস্টার গৌতম দেব প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হত প্রধান, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পাসপোর্ট ও ইমিগ্রেশনের মহাপরিচালক মাসুদ রেজওয়ান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, ডেপুটি হাই কমিশনার অভিজিত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন।

পরে উভয় দেশের মন্ত্রীরা ফলক উম্মোচন ও ফিতা কেটে ইমিগ্রেশন ভবনেরও উদ্বোধন এবং ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় পঞ্চগড় চেম্বার অব কমার্সের ৩২ সদস্য বিশিষ্ট একটি দল প্রথম পর্যটক হিসেবে ভারতে যান।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।