ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

একুশ উদযাপনে বগুড়া প্রেসক্লাব ও বিইউজে’র কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
একুশ উদযাপনে বগুড়া প্রেসক্লাব ও বিইউজে’র কর্মসূচি

বগুড়া: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) পৃথকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাবু ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ স্বাক্ষরিত পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে বগুড়া প্রেসক্লাবের সব সদস্যকে উপস্থিত হওয়ার জন্য বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান যাদু ও সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন আহ্বান জানিয়েছেন।

অপরদিকে বিইউজে’র সাধারণ সম্পাদক জে এম রউফ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান একুশে উদযাপন উপলক্ষে বুধবার (১৭ ফেব্রুয়ারি) বগুড়া প্রেসক্লাবে বিইউজে নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে সভায় দু’দিন ব্যাপী একুশে উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার (২০ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বগুড়া প্রেসক্লাব চত্বরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দিবসের সূচনালগ্ন রাত ১২টা ১মিনিটে বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় শহরের সাতমাথায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
 
অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের এমপি হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এবং কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার ও উদীচী বগুড়া জেলা সংসদের সভাপতি ফিজু চৌধুরী আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া বগুড়া প্রেসক্লাবের সভাপতি যাহেদুর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, যুগ্ম মহাসচিব জি এম সজল, নির্বাহী সদস্য ঠান্ডা আজাদ ও আরিফ রেহমান ও ডাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ৫টি বিভাগে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ক বিভাগের (প্লে থেকে প্রথম শ্রেণি) শিক্ষার্থীরা উন্মুক্ত বিষয়ে, খ বিভাগের (দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি) শিক্ষার্থীরা আমাদের শহীদ মিনার, গ বিভাগের (পঞ্চম থেকে সপ্তম শ্রেণি) শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, ঘ বিভাগের (অষ্টম থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বিশেষ বিভাগের (প্রতিবন্ধী) শিক্ষার্থীরা আমাদের শহীদ মিনার বিষয়ে চিত্রাঙ্কনে অংশ নিবে। তাদের চিত্রাঙ্কনের সময় শুধু আর্ট পেপার সরবরাহ করা হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।