মাদারীপুর: প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা খবর যাচাই-বাছাই না করেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিরুদ্ধে ‘মিথ্যা ও বানোয়াট’ সংবাদ পরিবেশনের দায়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মাদারীপুরেও মানহানি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আলাদতে এ মামলা দায়ের করা হয়।
জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সিং বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকির হোসাইনের কাছে এ অভিযোগ দায়ের করে।
বিচারক অভিযোগ আমলে নিয়ে ৬ মার্চ আলাদতে হাজির হওয়ার জন্য মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন।
মামলার অভিযোগে ১০ কোটি টাকা মানহানি হয়েছে বলে বাদী উল্লেখ করেন। এ মামলায় সাক্ষী করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাবুল আখতার, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট শামীম গৌড়াসহ ১১ জনের নাম।
মামলার আরজিতে বলা হয়েছে, সাংবাদিক মাহফুজ আনাম গণতান্ত্রিক ধারার পরিপন্থি স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকার গঠনের অসৎ উদ্দেশে ষড়যন্ত্রমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে তার পত্রিকায় ধারাবাহিকভাবে মিথ্যা, বিকৃত তথ্য উপস্থাপন করে তাকে দেশত্যাগ ও রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএইচ