ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিল-মদসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ঝিনাইদহে ফেনসিডিল-মদসহ আটক ২ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহে শহরের ভ্যাননাতলা ছাগল ফার্ম এলাকায় থেকে পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও বাংলামদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গার ইসলাম পাড়ার আছলাম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৭) ও মেহেরপুরের থানাপাড়ার আবুল কাশেমের ছেলে রায়হানুল কবির সুমন (৩৫)।
 
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ৪২ জন যাত্রী নিয়ে একটি পিকনিক বাস চুয়াডাঙ্গা থেকে কক্সবাজার ও বান্দরবান যাচ্ছিলো। গোপন খবরের ভিত্তিতে জানতে পারি ওই বাসে ফেনসিডিল রয়েছে। সেসময় বাসে তল্লাশি করে ৯৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বাংলামদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।