রাজশাহী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি নিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হবে। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে ও সঠিক মাপের জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে।
মহানগরীর সড়ক দ্বীপগুলো ও গুরুত্বপূর্ণ স্থানগুলো বাংলা বর্ণমালা সংবলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে। সকাল সাড়ে ৬টায় প্রভাতফেরিতে সর্বস্তরের জনসাধারণ অংশ নেবেন।
ওইদিন সকালে শিশু একাডেমিতে তিনটি বিভাগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলায় সুন্দর হাতের লেখা, ভাষার গান/দেশাত্মবোধক গান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
দুপুরে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে হেতেম খাঁ মসজিদে কোরআন খানি ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া সব মসজিদে বাদ জোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে সুবিধা মতো সময়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।
বিকেলে শিল্পকলা একাডেমিতে ভাষা সৈনিকদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় লক্ষ্মীপুর ও আলুপট্টি মোড়ে ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এছাড়া রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করবে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/আরএম